হঠাৎ পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় কেরি
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সংকট সমাধান এবং রাশিয়ার সঙ্গে দূরত্ব কমাতে মস্কোয় গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।
সিরিয়ার সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে এই সপ্তাহের শেষের দিকে একটি বৈঠকের ক্ষেত্র তৈরির চেষ্টা করবেন জন কেরি। এরই ধারাবাহিকতায় ইউক্রেন সংকট নিয়েও মি. কেরি রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভূমিকা কি হবে, তা নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে মতভিন্নতা আছে।
আমেরিকা চাইছে, মি. আসাদ ক্ষমতা থেকে সরে যান। কিন্তু রাশিয়া মনে করে, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার সিরিয়ার জনগণের।
বিরোধ রয়েছে আরো কয়েকটি বিষয়েও। শান্তি চুক্তির আলোচনার শুরুতেই আমেরিকান নীতির বিরুদ্ধে রাশিয়া অভিযোগ তুলেছে যে তারা সন্ত্রাসীদের ‘ভালো’ আর ‘মন্দ’ ভাগ করে সিদ্ধান্ত নিচ্ছে।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে বোমা হামলা চালাচ্ছে রাশিয়া, কিন্তু আমেরিকার অভিযোগ, রাশিয়ান বিমান সিরিয়ার বিদ্রোহীদের অবস্থানে বোমা ফেলছে।সিরিয়ার সরকার আর বিদ্রোহীদের মধ্যে সামনের জানুয়ারিতে একটি শান্তি বৈঠক করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ইউক্রেন সংকট নিয়েও মি. কেরি রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
১৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল