শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯, ১২:৩৬:৪৮

আমি মোদির বিরুদ্ধে লড়াই করে যাব: মমতা

আমি মোদির বিরুদ্ধে লড়াই করে যাব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: কেউ ভয়ে কথা না বললেও আমি বলে যাব। যতক্ষণ না গলা কেটে নেবে। আমি মোদির বিরুদ্ধে লড়াই করে যাব বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বীরভূমের সিউড়িতে নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন- মুখ্যমন্ত্রী রাজ্যে ‘গুণ্ডাতন্ত্র’ চালাচ্ছেন। তার জবাবে মমতা বলেন, আমি গুণ্ডা হলে আপনি কী নরেন্দ্র মোদি? ২০০২ সালের দাঙ্গার কথা ভুলে গেছেন?

তিনি বলেন, কেউ ভয়ে কথা না বললেও আমি বলে যাব। যতক্ষণ না গলা কেটে নেবে। আমি মোদির বিরুদ্ধে লড়াই করে যাব। বাংলার মাটিকে চমকানো যায় না। এই মাটি দাঙ্গা বরদাশত করে না।

শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মোদির রক্তচক্ষু দেখে কেউ ভয়ে কথা বলে না। শুধু আমি বলি। তাই আমার ওপর তার এত রাগ। আমি সিপিএম আমলে গুলির সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছি। প্রচুর মার খেয়েছি।

তিনি বলেন, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। মোদি হারাতঙ্কে ভুগছেন। তাই তিনি বারবার বাংলায় আসছেন। কারণ উনি জানেন, লড়াই দিলে একমাত্র এই মেয়েটাই দেবে। তাই তার এত ভয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে