আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় কয়েকটি চার্চ ও হোটেলে সিরিজ হামলার পর পুলিশ হামলায় নেতৃত্বদানকারীর কলম্বোর বিশিষ্ট মসলা ব্যবসায়ীর বাড়িতে যান। তার দুই ছেলে এ হামলার সঙ্গে জড়িত এমন তথ্যে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় হামলাকারীর এক ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী আত্মঘাতী জ্যাকেটের বিস্ফোরণ ঘটায়। এতে তার দুই সন্তানসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।
শ্রীলংকার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ওয়াইজেবর্ধনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, হামলাকারীরা উচ্চশিক্ষিত এবং সম্পদশালী পরিবারের সদস্য। তারা সবাই শ্রীলংকায় বসবাস করেন।
কলম্বোর বিশিষ্ট মসলা ব্যবসায়ীর দুই ছেলে এ হামলার সঙ্গে জড়িত। কলম্বোর মাহাওয়েলা গার্ডেন্স এলাকার ধনী পরিবারের বড় ছেলে ইনসাফ ইব্রাহিমই কলম্বোর অন্যতম বিখ্যাত হোটেল সাংগ্রি লাতে বিস্ফোরণ ঘটায়।
রোববার সকালে নিজের সঙ্গে থাকা বোমা ফাটিয়ে আত্মঘাতী হন ইনসাফ। সেখানে তিনিসহ মৃত্যু হয় অনেকের।
এ ঘটনার পর তল্লাশি চালাতে ইব্রাহিমের বাড়িতে যায় পুলিশ। রুয়ান ওয়াইজেবর্ধনে বলেন, পুলিশ যখন বাড়িতে পৌঁছায় তার এক ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী আত্মঘাতী জ্যাকেটের বিস্ফোরণ ঘটায় এতে নিজে ও দুই সন্তানের পাশাপাশি তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।
সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড ওই বাড়ির বেশির ভাগ সদস্যই মারা গেছেন। তবে পরিবারের কর্তা মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।সূত্র: এবিসি নিউজ ও রয়টার্স।