আন্তর্জাতিক ডেস্ক: উপহার বিতর্কে ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে রসগোল্লা পাঠান বলে সম্প্রতি একটি সাক্ষাত্কারে জানান মোদী। এ দিন আসানসোলে নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার তা নিয়ে মুখ খোলেন মমতা। জানিয়ে দেন, রসগোল্লা তিনি পাঠাবেন। তবে ছানায় তৈরি তুলতুলে নরম নয়, বরং কাদা ও পাথরকুচি মেশানো রসগোল্লা, যা খেলে দাঁত ভেঙে যাবে মোদীর। খবর আনন্দবাজার
এ দিন মমতা বলেন, “বাংলা থেকে রসগোল্লা পাঠাব আমি। তবে সেই রসগোল্লা হবে মাটির তৈরি। তাতে কাঁকর মেশানো থাকবে। লাড্ডুতে যেমন কাজুবাদাম মেশানো থাকে, ঠিক তেমন। তাতে কামড় দিলেই দাঁত ভেঙে যাবে।”
বিরোধীদের সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁর কোনও বিরোধ নেই বলে সম্প্রতি অভিনেতা অক্ষয়কুমারকে দেওয়া ‘অরাজনৈতিক সাক্ষাত্কারে’ দাবি করেন নরেন্দ্র মোদী। প্রমাণস্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা টেনে বলেন, মমতা তাঁকে রসগোল্লা পাঠিয়েছেন। নিজে পছন্দ করে বছরে দু’-একটা কুর্তাও পাঠান।