আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে বড় ধরনের একটি অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা পেলে মুসলমানদের টুপি পরে নামাজ পড়তে দেবে না।
গতকাল শুক্রবার নদিয়া জেলার কৃষ্ণনগরে দলীয় জনসভার উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভার প্রধান বক্তা ছিলেন ববি হাকিম। এদিন প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিলেও অংশ নেন রাজ্যের মন্ত্রী।
সভায় বক্তব্য রাখার সময়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, উত্তরপ্রদেশে ছেলে নামাজ পরতে গেলে টুপিটা পকেটে নিয়ে যাওয়ার কথা বলে মা। তার কথায়, ওই রাজ্যের মায়েরা বলেন, বজরং দল দেখলে মেরে দেবে। মসজিদে গিয়ে টুপি পরবি। ফিরহাদ আরো বলেন, ইউপি-তে টুপি পরে যাওয়া মানা। বজরং দল দেখে নিলে পিটিয়ে মেরে দেবে। দাঁড়ি কেটে ফেলছে মুসলিমরা। কিন্তু আমরা উপরওয়ালা ছাড়া কারো কাছে মাথানত করব না।