আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনার অনুরোধেও পদত্যাগ করেননি দেশটির পুলিশপ্রধান পুজিত জয়াসুন্ড্রা। যদিও পুলিশপ্রধান পদত্যাগ করেছেন বলে শুক্রবার সিরিসেনা সাংবাদিকদের জানিয়েছিলেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে শনিবার রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পাওয়ার পরও প্রেসিডেন্টকে তা না জানানোয় পুলিশপ্রধান পুজিত জয়াসুন্ড্রা ও প্রতিরক্ষা সচিব হেমেসিরি ফার্নান্ডোকে পদত্যাগ করতে অনুরোধ জানিয়েছিলেন সিরিসেনা।
প্রতিরক্ষা সচিব ফার্নান্ডো গত সপ্তাহে পদত্যাগ করলেও জয়াসুন্ড্রা এখনও পদ ছাড়েননি।নাম প্রকাশ না করে প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করতে অস্বীকার করেছেন তিনি’।
গত ২৪ এপ্রিল মাইথ্রিপালা সিরিসেনা বলেছিলেন, যেসব নিরাপত্তা কর্মকর্তা হামলার ব্যাপারে আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিল, তারা এ ব্যাপারে প্রেসিডেন্টকে অবহিত করেনি। ওই সব কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
হামলার পরপরই প্রেসিডেন্ট সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মধ্যে বিভাজন প্রকাশ পেয়েছিল। তারা উভয়েই বলেছিলেন, হামলার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থার পাঠানো সতর্ক বার্তা তাদের দেখানো হয়নি।
পুলিশ প্রধান পুজিত জয়াসুন্ড্রা প্রেসিডেন্টের অনুরোধে সত্ত্বেও পদত্যাগ না করায় দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যকার বিবাদ আরও স্পষ্ট হলো।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, শুধু পার্লামেন্ট দীর্ঘ মেয়াদি একটি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ প্রধানকে সরাতে পারে। রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সরকারি কর্মকর্তাদের রক্ষা করতে এমন বিধান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পুলিশ প্রধান হিসেবে জয়াসুন্দরাকে নিয়োগ দিয়েছিলেন।
শ্রীলঙ্কার পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ প্রধান পদত্যাগ করেননি কিন্তু শনিবার কর্মস্থলেও আসেননি।