রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:৪৭:৫০

এবার ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীর হামলা

এবার ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইহুদিদের উপাসনালয় এক বন্দুকধারীর হামলায় ১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়।

শনিবার (২৭ এপ্রিল) সান ডিয়েগোর পাওয়েতে এ হামলার ঘটনা ঘটে। শহরটির মেয়র এ হামলাকে ‘হেট ক্রাইম’ হিসেবে উল্লেখ করেছেন। ইতিমধ্যে এ হামলায় জড়িত থাকার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে দেশটির পুলিশ।

দেশটির পুলিশ এ হামলার কারণ সম্পর্কে কিছু না বললেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ হামলাকে ‘হেট ক্রাইম’ হিসেবে উল্লেখ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে