আন্তর্জাতিক ডেস্ক: ভোটে বিদেশীদের এনে প্রচার বিতর্কে এবার বিজেপির চালেই তাদের প্যাঁচে ফেলার চেষ্টায় তৃণমূল৷ যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে প্রচার করেন কুস্তিগির দ্যা গ্রেট খালি৷ রাজ্যের শাসক দলের অভিযোগ, খালি মার্কিন নাগরিক৷ তাঁকে প্রচারে এনে বিধি ভেঙেছে পদ্ম শিবির৷
বিদেশীদের দিয়ে প্রচার বিতর্কে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল৷ কেন খালিকে এনে প্রচার করল বিজেপি? সেই প্রশ্নেই এবার কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছে তৃণমূল৷ ফলে বিজেশিদের এনে প্রচার বিতর্কে ফের একবার সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল৷
গত শুক্রবারই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা মনোনয়ন জমা করেন৷ সেই সময় তাঁর সহ্গেই ছিলেন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন দ্য গ্রেট খালি৷ পরে বন্ধু ও গেরুয়া শিবিরের প্রার্থীর হয়ে রোড শোতেও অংশ নেন ওই কুস্তিগির৷ তাঁকে দেখতে বিশাল ভিড় হয়৷
সূত্র: কলকাতা২৪×৭