রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:৪৭:৪৫

অন্য কেউ নয়, শুধুমাত্র জনগণই প্রধানমন্ত্রীকে পাল্টাতে পারে : মাহাথির

অন্য কেউ নয়, শুধুমাত্র জনগণই প্রধানমন্ত্রীকে পাল্টাতে পারে : মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : অন্য কেউ নয় শুধুমাত্র ভোটাররাই একজন প্রধানমন্ত্রী পাল্টানোর ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। দেশটির ক্রাউন প্রিন্স টুঙ্কু ঈসমাইলের দেয়া বিবৃতির জেরে এমন মন্তব্য করেছেন তিনি।

চীন সফররত মাহাথির মোহাম্মদ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ক্রাউন প্রিন্সের দেয়া সেই বিবৃতির জবাব দিয়ে বলেন, ‘যদি চান তাহলে ভোটের মাধ্যমে আমাকে সরিয়ে দিন। ভোটার ছাড়া এই ক্ষমতা আর কারও নেই।’

মালয়েশিয়ার স্থানীয় দৈনিক মালয় মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রাউন প্রিন্স টুঙ্কু ঈসমাইল এক ভিডিও বিবৃতিতে বলেন, দেশটির প্রধানমন্ত্রীকে পাল্টানো উচিত। বেইজিং সফর শেষ করে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী বদলে ক্রাউন প্রিন্সের করা মন্তব্যের জবাব দিলেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির রোববার বেইজিংয়ের ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘খুব সহজেই একজন প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয়া যায় না। শুধুমাত্র মানুষ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আনতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের অতীতকে মনে রাখা উচিত। কেননা ক্রাউন প্রিন্সকে অপসারণ করে সেই পদে তার ছোট ভাইকে নিয়োগ দেয়া হয়। তিনি সেই ক্রাউন প্রিন্স যাকেই বদল করা দরকার। শুধুমাত্র মানুষ প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে পারে তাছাড়া অন্য কেউ যারা নিজেদের বড় মনে করে তারা তা পারে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে