রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ১১:৪৭:৫৮

পবিত্র রমজান উপলক্ষে দাম কমানোর প্রতিযোগিতা!

পবিত্র রমজান উপলক্ষে দাম কমানোর প্রতিযোগিতা!

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস আসলেই আমাদের দেশে যেখানে শুরু হয় জিনিস-পত্রের দাম বাড়ানোর উর্ধ্বশ্বাস প্রতিযোগীতা, সেখানে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দেখা গেলো সম্পূর্ণ উল্টো চিত্র। পবিত্র রমজান মাস উপলক্ষে আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে শুরু হয়েছে দাম কমানোর প্রতিযোগিতা। কিছু কিছু পণ্যে দেশটি ৫০শতাংশের ওপরে মূল্যছাড় ঘোষণা করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাজারে মূল্যছাড় শুরু হবে। এসব মূল্যছাড়ের পণ্যের মধ্যে চাল থেকে শুরু করে তেল, ডাল, চিনি, জুস ও আরো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে।

ভোক্তা সুরক্ষা বিভাগের প্রধান হাশিম আল নুয়ামি বলেন, পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় থাকবে। দেশটির অধিকাংশ বড় বড় মার্কেট, সুপারশপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার। এছাড়া কেউ যাতে কোন পণ্যের দাম বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে দেশটিতে।
সূত্র: খালিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে