মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৪১:০৭

সোনিয়া গান্ধীর থেকে দেশপ্রেম শেখা উচিত নরেন্দ্র মোদির : সিধু

সোনিয়া গান্ধীর থেকে দেশপ্রেম শেখা উচিত নরেন্দ্র মোদির : সিধু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয়তাবাদ বা দেশপ্রেম সম্পর্কে কিছুই জানেন না। ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর থেকে তার দেশপ্রেমের পাঠ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মন্ত্রী ও কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু।

সোমবার দেশটির উত্তরপ্রদেশের রায়বরেলির জনসভা থেকে  এই মন্তব্যই করলেন সাবেক ক্রিকেটার ও বিজেপি ত্যাগ করে আসা এই কংগ্রেস নেতা। রায়বরেলির সভা থেকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেস সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বিগ বস বলে উল্লেখ করেন তিনি।

সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, আপনি জাতীয়তাবাদ বা দেশপ্রেম সম্পর্কে অনেক কথা বলেন। কিন্তু, আমার মনে হয় আপনি শিল্পপতিদের হাতের পুতুল।’

সিধু বলেন, শিল্পপতিদের কাছে বিক্রি হয়ে গিয়েছেন। তাই দেশপ্রেম সম্পর্কে বেশি কথা না বলে দেশপ্রেম কাকে বলে তা সোনিয়া গান্ধীর কাছে শিখুন। রায়বরেলিতে তিনি কী উন্নয়ন করেছেন তা আপনার চোখে পড়ছে না। কারণ, আপনার উদ্দেশ্য ভাল নয়।

আমেঠি থেকে যদি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হেরে যান তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। 

সিধু বলেন, “যদি রাহুল ভাই হেরে যায় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর মোদি যদি ফের ক্ষমতা ফেরে তাহলে ধ্বংস হবে দেশ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রাহুল ভাই, আমার বিগ বস প্রিয়াঙ্কাজি এবং সোনিয়াজিকে আপনাদের জীবনের অঙ্গ বানিয়ে নিন। তারপর দেখবেন দেশ কীভাবে উন্নতি করছে।”

গত ১৬ এপ্রিল বিহারের পূর্ণিয়াতে জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারানোর জন্য মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন সিধু। এরপরই এই বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচন কমিশন ৭২ ঘণ্টার জন্য সিধুর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে