‘ধৈর্যের একটা সীমা আছে’
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উদ্দেশ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ধৈর্যের একটা সীমা আছে। রোববার এজিয়ান সমুদ্রে তুরস্কের একটি জাহাজকে লক্ষ্য করে সতর্ক গুলি ছোড়ে রাশিয়ার একটি রণতরি।
এ ঘটনাকে মস্কোর অতিরঞ্জিত বলে উল্লেখ করেন মেভলুত।
এ খবর দিয়েছে আল-জাজিরা।
ইতালির দৈনিক করিয়ে ডেলা সেরাকে দেয়া এক সাক্ষাৎকারে মেভলুত বলেন, আমাদের নৌযানটি ছিল মাছ ধরার জন্য। আমার মনে হয়, রাশিয়ান জাহাজের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত।
তিনি বলেন, রাশিয়া ও তুরস্ককে সবসময়ই বিদ্যমান আস্থার সম্পর্ক পুনপ্রতিষ্ঠা করতে হবে, কিন্তু আমাদের ধৈর্যের সীমা আছে।
১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�