আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত সব মার্কিন সেনাকে সন্ত্রাসী ও যুক্তরাষ্ট্র সরকারকে সন্ত্রাসের মদদদাতা উল্লেখ করে একটি আইন পাশ করেছে ইরান। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করে এই স্বীকৃতি দেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
চলতি মাসের শুরুর দিকে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ডসকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অন্য কোনও দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করে আসছে ইরান।
তবে ইরানের এই সিদ্ধান্ত মার্কিন সেনাদের ওপর কি প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। রুহানি গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী ও ইরানের সর্বোচ্চ নিরাপত্ত পরিষদকে এই আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই আইন অনুযায়ী বিশেষ করে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যারা মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে সামরিক অভিযান পরিচালনা করছে তাদেরেই সন্ত্রাসী গোষ্ঠী তকমা দেওয়া হেয়েছে।