বুধবার, ০১ মে, ২০১৯, ১২:০০:৩৩

বিয়ের আসরেও পাবজি গেমে ব্যস্ত বর!

বিয়ের আসরেও পাবজি গেমে ব্যস্ত বর!

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে বরকে দেখা যায় পাবজি গেম খেলতে। বিয়ের আনুষ্ঠানিকতায় তার কোনো মন নেই। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তীব্র সমালোচনা। ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার এমন একটি খবর প্রকাশ করেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, একটি বিয়ে বাড়ির মণ্ডপের নির্দিষ্ট আসনে বসে আছেন বর ও কনে। পাশাপাশি বসে থাকা বর-কনেকে দেখতে আমন্ত্রিত অথিতিদের উৎসাহ চরমে। সবাই আসছেন, দাঁড়াচ্ছেন বর-কনের সামনে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ও আর্শীবাদ করছেন, হাতে তুলে দিচ্ছেন উপহার।

কিন্তু এত কিছুর মাঝেও কোনো ভ্রুক্ষেপ নেই বরের। তিনি কনের পাশে বসে আপন মনে নিজ মোবাইলে পবজি গেম খেলছেন। এই গেমে সে এতটাই মগ্ন যে কেউ উপহার দিতে গেলেও বিরক্ত হচ্ছেন। উপহার দেওয়ার সময় উপহারে মোবাইল ঢাকা পড়লে নিজের হাত দিয়ে বিরক্তি সহকারে উপহার সরিয়ে দিচ্ছে বর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে