বুধবার, ০১ মে, ২০১৯, ০২:৪৫:২৫

মাটিতে আছড়ে পড়ছে টর্নেডো! ভিডিয়ো ভাইরাল

মাটিতে আছড়ে পড়ছে টর্নেডো! ভিডিয়ো ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলে মালয়েশিয়ার উপকূলে জলস্তম্ভ আছড়ে পড়ার ভিডিয়োতে মোহিত হয়েছিল নেট দুনিয়া। এ বার নেটদুনিয়ায় জায়গা করে নিল মাটির উপর চলন্ত স্তম্ভের মতো এগিয়ে চলা টর্নেডো। রোমানিয়ার কালারাসি শহরের কাছে তোলা হয়েছে টর্নোডোর সেই ভিডিয়ো। রোমানিয়ার বুকে আছড়ে পড়া এই টর্নেডোর জেরে ইতিমধ্যেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার গ্রামীণ এলাকায়।

এই টর্নেডোর জেরে উল্টে গিয়েছে চলন্ত একটি বাস। সেই বাস উল্টে প্রায় ১০ জন আহত হয়েছে। এ ছাড়াও এর জেরে উপড়ে গিয়েছে প্রচুর গাছ। রোমানিয়ার কালারাসি শহর সংলগ্ন এলাকায় প্রায় ১০ ঘণ্টা তান্ডব চালায় এই বিধ্বংসী ঝড়। এই টর্নেডোর জেরে আগামী বৃহস্পতিবার অবধি সেখানেঝড়-বৃষ্টি চলবে বলে সেখানকার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

ওই ঝড়-স্তম্ভ তৈরির ব্যাপারে আবহাওয়াবিদ ব্রায়ান লাডা জানিয়েছেন, মাটি থেকে ধুলো-বালি জুটিয়ে উপরে উঠেছে ঝড়-স্তম্ভটি। সে জন্যই নীচের দিকে স্তম্ভটি বেশি কালো ও উপরের দিকে কম লাগছে। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে