বুধবার, ০১ মে, ২০১৯, ১০:০৮:০৪

নরেন্দ্র মোদি ভারতে কথা বললে, পাকিস্তানে বসে কাঁপেন ইমরান খান : যোগী

নরেন্দ্র মোদি ভারতে কথা বললে, পাকিস্তানে বসে কাঁপেন ইমরান খান : যোগী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এবার নিশানায় সরাসরি পাকিস্তান। বিরোধীপক্ষ নয়। ভারতের আম্বেদকর নগরের এক জনসভায় বক্তব্য দেন যোগী আদিত্যনাথ।

বক্তব্যে যোগী বলেন, ভারতে যখনই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন পাকিস্তানে ঠাণ্ডা ঘরে বসেও ঘেমে যান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। মোদিকে আসলে পাকিস্তান ভয় পায়। 

বুধবারের এই জনসভায় তিনি বলেন, মোদির আমলে ভারত যেভাবে পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়ে এসেছিল, তা অন্য কোনো প্রধানমন্ত্রী করে দেখাতে পারেননি। মোদির নির্দেশেই ভারতীয় সেনা তাদের সাহসিকতার অনন্য নজির রেখেছে।
 
যে মঞ্চে বসে যোগী বক্তব্য রাখেন। সেখানে সেই মঞ্চেই বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে যোগী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন সেখানে মোদি উপস্থিত ছিলেন না। পরে এসে তিনি পৌঁছান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে