আন্তর্জাতিক ডেস্ক : চারিদিকে ফণীর তাণ্ডব৷ প্রচন্ড গতিবেগে বয়ে চলেছে ঝড়৷ ওড়িশা উপকূল দিয়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ঘুরে ঝড় যাচ্ছে বাংলাদেশে৷ তার আগে বিভিন্ন জায়গা লন্ডভন্ড করে দিয়েছে ফণী৷
আর তার মধ্যেই খবরের শিরোনামে তিন চোখা সাপ! সাধারণত যে কোনও পশুর দুটি চোখ থাকে৷ কিন্তু এটা একেবারেই অস্বাভাবিক৷ এই সাপ একেবারেই বিরলো৷ এটি একধরণের অজগর যার নাম দেওয়া হয়েছে মন্টি পাইথন৷
১৫ইঞ্চি লম্বা এই সাপটি জন্মের পর থেকেই ঠিক করে খেতে পারছিল না, কারণ এই ব্যতিক্রমী চারিত্রিক বৈশিষ্টের জন্য৷ সাপটির খুলিতে একটি অতিরিক্ত আই-সকেট ছিল এবং তিনটি চোখই ঠিকভাবে কাজ করছিল৷
বিশেষজ্ঞদের দাবি যে দুটি মাথার সাপ আগে দেখা গেলেও এটা একেবারেই বিরল৷ তাই এই বাচ্চা অজগরের ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় তা হিট৷ তবে দুঃখের বিষয় এই সাপটির মৃত্যু হয়েছে৷
উত্তর অস্ট্রেলিয়ার হাইওয়েতে দেখা মেলে এই সাপটির৷ তারপরই নর্দান টেরিটরি পার্কস এন্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের তরফে এই ছবিটি পোস্ট করা হয়৷