শনিবার, ০৪ মে, ২০১৯, ০২:৪৫:০৫

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। আর বর হিসেবে তিনি বেছে নিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে। ইতিমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। খবর বিবিসির।

জাসিন্দা আর্ডার্নের মুখপাত্র শুক্রবার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। বিবিসি জানায়, শুক্রবার একটি অনুষ্ঠানে আর্ডার্নের বাম হাতের মধ্যমায় একটি হীরার আংটি দেখা যায়। এরপর তাদের বাগদানের খবর জানা যায়। প্রধানমন্ত্রীর মুখপাত্র এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ইস্টার সানডেতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

গত বছর জাসিন্দা আর্ডার্ন তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় নেভ তে আরোহা আর্ডার্ন গেফোর্ড। আর্ডার্ন এর আগে জানিয়েছিলেন, গেফোর্ড ঘরে থেকে সন্তান বড় করে তোলার দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, আর্ডার্ন ও গেফোর্ডের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১২ সালে। সে সময় থেকে তারা একসঙ্গে আছেন। তবে তারা লিভিং রিলেশনশীপে ছিলেন এবার তারা সেই সম্পর্ককে সামাজিক মর্যাদা দিচ্ছেন মানে বিয়ে করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে