আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের জলির অঞ্চলে ঢুকে ইহুদি বাহিনীকে ধ্বংস করে দেয়ার সক্ষমতা লেবাননভিত্তিক হিজবুল্লাহ আন্দোলনের রয়েছে বলে সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ দাবি করেছেন।
তিনি বলেন, যদি ইসরাইলি সেনাবাহিনী লেবাননে হামলা চালায়, তবে তারা জলিলে ঢুকে তাদের ধ্বংস করে দিতে পারবে। বৃহস্পতিবার আল-মানার টেলিভিশনের সরাসরি সম্প্রচারে হাসান নাসরাল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিরোধের জন্য শক্তিশালী ও আধুনিক সরঞ্জাম তাদের হাতে রয়েছে। এখন স্বল্পস্থায়ী যুদ্ধের সময় শেষ হয়ে গেছে। হিজবুল্লাহ ইসরাইলি ভূখণ্ডে ঢুকে যেতে সক্ষম।
লেবানন ও ইসরাইলের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে কথা বলতে গিয়ে হাসান নাসরাল্লাহ বলেন, এটা লেবাননের সরকারের দায়িত্ব। কিন্তু ইসরাইলের দখল করে নেয়া ভূখণ্ডকে মুক্ত করার অধিকার রাখে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ প্রধান বলেন, ‘পশ্চিমা ও পারস্য উপসাগরীয় দেশগুলো লেবাননের ওপর চাপ দিয়ে যাচ্ছে। তারা এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে যে দেশটি যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছে।’
মূলত হিজবুল্লাহকে সামরিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্প থেকে বের করে আনতেই এসব দেশ এমন পরিস্থিতি তৈরি করছে বলে হাসান নাসরাল্লাহর অভিযোগ।