শনিবার, ০৪ মে, ২০১৯, ০৬:৫৪:২৬

পাকিস্তান সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে : যুক্তরাষ্ট্র

পাকিস্তান সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে পাকিস্তান। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পাকিস্তানকে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করলেন মার্কিন থিংক ট্যাংক বিল রোগ্গিয়ো।

পাকিস্তানের মতো দেশগুলি সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানকে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্য ও আশ্রয় দেওয়ার মদতদাতা নিসেবে উল্লেখ করেন তিনি।

মার্কিন সংস্থা ডিফেন্স অফ ডেমোক্র্যাসির সিনিয়র ফেলো বিল রোগ্গিয়ো বলেছেন, 'ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্য ও আশ্রয় দিতে মদত করে চলেছে পাকিস্তান। আর এই সন্ত্রাসবাদ আটকাতে লড়াই চালাতেই হবে।' 

পাকিস্তান যে আফগানিস্তানে তালেবানদেরও সাহায্য করে চলেছে সেই বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লক্ষ্য ঠিক কী, সেটা আগে ঠিক করতে হবে। আর আলোচনার সময় নেই। এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা।' 

সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে পাকিস্তান তাদের বিদেশনীতির অঙ্গ হিসাবে ব্যবহার করে বলে অভিযোগ করে বিল রোগ্গিয়ো বলেন, পাকিস্তান সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে