রবিবার, ০৫ মে, ২০১৯, ০৭:১০:২৭

দখলদার ইসরাইল ও ভারতের কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

দখলদার ইসরাইল ও ভারতের কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় অবস্থিত তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিতে শনিবার ইসরাইলের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রোববার পাকিস্তানি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, গাজায় আনাদলুর অফিসে ইসরাইলের বিমান হামলায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এতে আরও বলা হয়, ফিলিস্তিনি অঞ্চলে দখলকৃত ইসরাইল ও ভারতের দখলকৃত কাশ্মীরে কাপুরুষিত হামলার নিন্দা জানাচ্ছি। জনগণের বিরুদ্ধে তাদের নৃশংস হামলা গোপন করতে ব্যর্থ হবে।

আনাদলু এজেন্সি জানায়, ইসরাইলকে সতর্ক করার পরও অনন্ত পাঁচটি রকেট আনাদলুর অফিসে ফেলা হয়। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি।

এ ঘটনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, গাজায় আনাদলু সংবাদ সংস্থার কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে এই বিমান হামলা ইসরাইলের গর্হিত আগ্রাসনেরই একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, বাছবিচার ছাড়া নিরাপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা মানবতাবিরোধী অপরাধ। যদি আরও কেউ নাও থাকে তবু তুরস্ক এককভাবেই ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন জানিয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে