রবিবার, ০৫ মে, ২০১৯, ০৭:৪৮:২৩

দুই বার ফোন করার পরও নরেন্দ্র মোদির সাথে কথা বললেন না মমতা ব্যানার্জী

দুই বার ফোন করার পরও নরেন্দ্র মোদির সাথে কথা বললেন না মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার সকালে ঘূর্ণিঝড় ফণী নিয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দু’বার ফোন করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদির দপ্তর থেকে। 

তবে, নবান্ন থেকে ফোন তুলে জানানো হয় যে মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন। তিনি যখন ফিরবেন তখন প্রধানমন্ত্রীকে ফোন করে নেবেন। কিন্তু, সেটা আর তিনি করেননি।

শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, ফণীর ফলে সৃষ্ট হওয়া পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে কথা বলেছেন। 

তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে এপ্রসঙ্গে কোনও আলোচনা করেননি তিনি। তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে। 

উল্টে দিল্লীর দাবি, শনিবার সকালে দু’বার মুখ্যমন্ত্রী মমতার দপ্তরে ফোন করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি সফরে ব্যস্ত আছেন। সফর থেকে ফেরার পর তিনি নিজেই প্রধানমন্ত্রীকে ফোন করে নেবেন। যদিও ফোন করেননি তিনি।

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে প্রথম এই ধরনের ঘটনা ঘটল। প্রথমবার ফোন করার সময় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন তুলে এক কর্মচারী জানান, মুখ্যমন্ত্রী সফরের কারণে ব্যস্ত আছেন। সফর থেকে ফিরে আসার পর তিনি প্রধানমন্ত্রীকে ফোন করবেন। 

দ্বিতীয়বার ফোন করার পরেও ওই একই কথা বলেন তিনি। শনিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে ফোনে ফণী পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। 

পরে এপ্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, তার সঙ্গে প্রধানমন্ত্রীর রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণের কাজ কী রকম চলছে তা নিয়ে কথা হয়েছে। পরিস্থিতি নিজে চোখে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী ওড়িশা আসবেন বলেও জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে