সোমবার, ০৬ মে, ২০১৯, ১০:৪৫:৩৪

যুবদল নেতাকে গ্রেপ্তার করছে লন্ডনের পুলিশ

যুবদল নেতাকে গ্রেপ্তার করছে লন্ডনের পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের হোটেল তাজ 'র সামনে বিক্ষোভ সমাবেশ থেকে আব্দুল ওহাব রুবেল নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।

যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন, ডিম ছোড়াছুড়ি ও বিশৃংখলা সৃষ্টি করার কারণেই পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে হাতকড়া পরা অবস্থায় পুলিশ ভ্যানে তুলতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হাতে আটক রয়েছেন রুবেল।

যুক্তরাজ্য যুবদল নেতা সিরাজুল ইসলাম মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রুবেলের মুক্তি দাবি করছি ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে