মঙ্গলবার, ০৭ মে, ২০১৯, ০৮:২৭:৪১

‘ইরানে সামরিক হামলার শক্তি ও সামর্থ্য আমেরিকার নেই’

‘ইরানে সামরিক হামলার শক্তি ও সামর্থ্য আমেরিকার নেই’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকন বলেছেন, ইরানে সামরিক হামলার শক্তি ও সামর্থ্য আমেরিকার নেই। কাতারের আল-আরাবি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

দেহকান আরও বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরুর ইচ্ছা যুক্তরাষ্ট্রের থাকতে পারে। কিন্তু এ ধরনের বড় সংকট সহ্য করার মতো পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নেই। একইভাবে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর বিষয়ে জনমত ও শক্তি-সামর্থ্যও ওয়াশিংটনের নেই।

ইরানকে বার্তা দিতে বিমানবাহী রণতরী 'আব্রাহাম লিঙ্কন'-কে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ঘোষণা দেওয়ার পর সর্বোচ্চ নেতার উপদেষ্টা এ কথা বললেন। 

জেনারেল হোসেইন দেহকন এ প্রসঙ্গে আরও বলেছেন, কেউ কেউ সামরিক সরঞ্জাম স্থানান্তরকে যুদ্ধ প্রস্তুতি হিসেবে ব্যাখ্যা করছে। এটা ঠিক নয়। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব পরিস্থিতিকে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করছে যে, মধ্যপ্রাচ্য এখন সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু তাদেরও ভালো করেই জানার কথা যে, এখানে প্রথমে একটি গুলি ছোড়ার পর এর প্রভাব একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে