বৃহস্পতিবার, ০৯ মে, ২০১৯, ০৬:১৯:৫১

সুয়েজ খালে ঢুকে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী, এখন কী করবে ইরান?

সুয়েজ খালে ঢুকে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী, এখন কী করবে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের দেশ মিসরের সুয়েজ খালে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার সুয়েজ খাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। খবর রয়টার্সের।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রোববার জানিয়েছেন, বাড়তে থাকা ইরানি বাহিনীর উসকানিমূলক ইঙ্গিত ও সতর্ক বার্তার প্রতিক্রিয়ায় তারা এসব পদক্ষেপ নিয়েছেন।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি ও তাদের ছায়া বাহিনীর সম্ভাব্য হামলার প্রস্তুতির প্রতিরোধক হিসেবে এই রণতরী ও বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

বোল্টন হুশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কোনো হামলা হলে কঠোর শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণাকে পুরান খবর বলে উড়িয়ে দিয়ে এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রস্তুতি হিসাবে আখ্যা দেয় ইরান।

তেহরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের চলমান পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের স্থায়ী পারমাণবিক কর্মসূচির অংশ বুধবার পুনরুজ্জীবিত করার সম্ভাবনা রয়েছে। তবে চুক্তিটি প্রত্যাহারের পরিকল্পনা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে