শুক্রবার, ১০ মে, ২০১৯, ১২:৪০:৪১

ইফতারের সময় বোমা হামলা, নিহত ৮

 ইফতারের সময় বোমা হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইরাকি নাগরিকরা যখন ইফতার শুরু করেন, তখনই এই বোমা হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। খবর রয়টার্স ও ডেইলি সাবাহ।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়লে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে