আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তাদের মাথায় আঘাত করা হবে বলে মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী বিমান বাহিনীর প্রধান আমিরালী হাজীজাদেহ।
যুক্তরাষ্ট্র অতীতের জন্য হুমকি ছিল উল্লেখ করে তিনি বলেন, এ হুমকি বর্তমানের জন্য নয়। বোরবার ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) এসব তথ্য জানায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উপসাগর ব্যবহার করে সত্যিকারের হুমকি তৈরি করে, কিন্তু এটিই এখন সুযোগ বলে মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী বাহিনীর সিনিয়র কমান্ডর।
বাহিনীটির বিমান বাহিনীর প্রধান আমিরালী হাজীজাদেহ বলেন, একটি বিমানবাহী রণতরীতে অন্তত ৪০-৫০টি বিমান এবং ৬ হাজারের মতো সেনা জড়ো করা যায়, এটা আমাদের অতীতের জন্য হুমকি ছিল কিন্তু এখন ... হুমকির সুযোগ পাল্টে গেছে। যদি মার্কিনিরা একটি পদক্ষেপ নেয় তবে আমরা তাদের মাথায় আঘাত করব।