সোমবার, ১৩ মে, ২০১৯, ০২:৪৮:২১

সৌদি আরবের ২টি তেলবাহী জাহাজে হামলা

সৌদি আরবের ২টি তেলবাহী জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুটি সৌদি তেলবাহী জাহাজে ‘নাশকতামূলক হামলা’ চালানো হয়। সোমবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ’র বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খালিদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ফুজাইরাহ’র উপকুলে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে নাশকতামূলক হামলা চালানো হয়। এ সময় জাহাজ দুটি অ্যারাবিয়ান উপসাগর পাড়ি দিচ্ছিল।’

হামলায় তেলবাহী জাহাজ দুটির বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সংযুক্ত আরব আমিরাত জানায়, ফুজাইয়ার’র অদূরে বিভিন্ন দেশের চারটি বাণিজ্যিক জাহাজ নাশকতামূলক এই হামলার শিকার হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে