আন্তর্জাতিক ডেস্ক : মায়ের ওপর এমন অত্যাচার কোনো সন্তানই সহ্য করতে পারে না। আর তা যদি চলতে থাকে দিনের পর দিন। তাই শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর না পেয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলল ছোট্ট শিশু মুস্তাক। প্রতিদিনই সে দেখত বাবা তার মায়ের ওপর অত্যাচার করছে। যা সহ্য করা কঠিন। আর মা নিরবে তা সহ্য করে যাচ্ছে। সেদিনই সে ঠিক করে অনেক হয়েছে, আর নয়। যেই কথা সেই কাজ। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দৌড়ে থানায় যায় ছোট্ট শিশু মুস্তাক। সেখানে গিয়ে বলেন, 'পুলিশ কাকু, আমার মাকে বাঁচান'! সে জানায়, তার বাবার কীর্তি। আর তারপরই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশের সন্ত কবীরনগরে এমন ঘটনার সম্মুখীন হলো সেখানকার পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের এক কর্মকর্তা এই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, 'যেখানে বেশির ভাগ মানুষ পুলিশ স্টেশনে আসতেই চান না, সেখানে ছোট্ট শিশু মুস্তাককে দেখুন। ও আমাদের সকলের মন জয় করে নিয়েছে।' অনেক বাড়িতেই এমন ঘটনা প্রায়শই ঘটছে। কিন্তু কতজন সাহস করে সেই কথা জানাতে পারে?