বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:২১:৪১

বিশ্বের 'উচ্চতম' সেতু নির্মাণ করছে ভারত

বিশ্বের 'উচ্চতম' সেতু নির্মাণ করছে ভারত

বিনোদন ডেস্ক: সেতুটি দৈর্ঘ্যে হবে প্রায় ৪ হাজার ৩১৪ ফুট। নদীপৃষ্ঠ থেকে সেতুর উচ্চতা হবে ১ হাজার ১৭৭ ফুট। হ্যাঁ, এটাই হবে পৃথিবীর দীর্ঘতম তোরণ-সেতু। তৈরি করছে ভারত। খুব শিগগিরই জম্মু-কাশ্মিমের চেনাব নদীর উপর তৈরি হয়ে যাবে সেতুটি। কাজ চলছে দ্রুত। হিমালয়ের কোলে চলছে 'রাজযজ্ঞ'। প্রকৃতির নিজস্ব গড়নকে ডিনামাইট ও বুলডোজার দিয়ে ভাঙা চলছে প্রতি মুহূর্তে। আধুনিক মানব সভ্যতার কীর্তি। জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপর চলছে ব্রিজ তৈরির কাজ। পৃথিবীর দীর্ঘতম তোরণ-সেতু। জম্মু-কাশ্মীরের বাক্কাল ও কাউরির সংযোগ স্থাপন করবে চেনাব ব্রিজের উপর তৈরি এই সেতু। সেতুর কাজ শেষ হলে জম্মুর সঙ্গে কাশ্মীর উপত্যকার যোগাযোগ আরও উন্নত হয়ে যাবে। ২০১৬ সালেই সেতু তৈরির কাজ শেষ হয়ে যাবে। চেনাব তোরণ-সেতু হবে প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এই ব্রিজের অন্যতম বৈশিষ্ট্য হল, রিখটার স্কেলে ৮ পর্যন্ত ভূমিকম্প হলেও ব্রিজটির কোনও ক্ষতি হবে না। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে