সবচেয়ে পুরানো হিন্দু মন্দির সংস্কারে উদ্যোগী পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদের একটি ঐতিহাসিক হিন্দু মন্দির সংস্কার করার কথা ভাবছে পাকিস্তান। প্রাচীন এই ধর্মীয় স্থানে গিয়ে ১২০ জনেরও বেশি ভারতীয় সম্প্রতি দুই দেশের মধ্যে শান্তির প্রার্থনা করেছেন।
দু'দিনের সফরে পাকিস্তানে গিয়েছিলেন ১২৪ জন ভারতীয় পুণ্যার্থী। শুক্রবার রাজধানী ইসলামাবাদের চাকওয়ালে কাটাস রাজ মন্দিরেও গিয়েছিলেন তারা। সেখানে পৌঁছে পাকিস্তানের কর্মকর্তাদের আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় পুণ্যার্থীরা।
মন্দিরে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে ইভ্যাকিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ডের চেয়ারপার্সন মোহাম্মদ সিদ্দিকুল ফারুক বলেন, দুই দেশের সাধারণ মানুষ সব সময়ে চেয়ে এসেছেন যাতে ভারত আর পাকিস্তানের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ় হয়। সেটা তখনই সম্ভব হবে যখন দুই দেশের সরকার এ ব্যাপারে সঠিক উদ্যোগ নেবে। 'এটা ধ্রুবসত্যি যে দেশ ভাগের কারণে দু' তরফের মানুষকেই ব্যাপক ক্ষয় ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু দেশভাগকে তো আর পাল্টে ফেলা যাবে না। তাই সময় এসেছে এই অপ্রিয় সত্যিকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলার। আর তার সব থেকে ভালো উপায় হল, মনের ভেদাভেদা মুছে ফেলে দুই দেশের মানুষ যদি একে অপরকে আপন করে নেন। '
তিনি জানান, ইভ্যাকিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ড এই মন্দির চত্তরে সুযোগ-সুবিধে বাড়ানোর চেষ্টা করছে। ৩০ কামরার একটি হস্টেলও তৈরি করা হচ্ছে, ব্যবস্থা রয়েছে একটি রেস্তরাঁরও। এছাড়াও মন্দিরের মেরামতির কাজও খুব তাড়াতাড়ি শুরু করা হবে।
পুণ্যার্থী দলের নেতা শিব প্রতাব বাজাজ উচ্ছ্বসিত হয়ে জানান, ২০১৪ সালে ৮৫ জনকে নিয়ে তিনি এখানে এসেছিলেন। সেই সময়ে তিনি বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে মন্দিরের লাগোয়া একটি থাকার ব্যবস্থা করে দেন তারা। এ বছর ১২৪ জনকে নিয়ে এখানে এসে তিনি অভিভূত। তিনি বিশ্বাসই করতে পারছেন না, তার অনুরোধের মান রেখে হস্টেল বানানোর কাজ শুরু হয়ে গেছে।
ভগবান শিবকে উত্সর্গ করা এই মন্দিরের অস্তিত্ব নাকি মহাভারতের সময় থেকে। পাকিস্তানের সরকার এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্যে মনোনীত করবে বলেও শোনা যাচ্ছে।
১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস