বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৪:১০

ঘৃণা দ্বারা পূর্ণ : মালালা

ঘৃণা দ্বারা পূর্ণ : মালালা

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় মুসলিমদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ব্যাপক শোরগোল তোলা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। মালালা বলেন, তার বক্তব্য 'ঘৃণা দ্বারা পূর্ণ'। সন্ত্রাসের জন্য মুসলমানদের দায়ী করার মাধ্যমে কট্টর পন্থাকেই উসকে দেয়া হবে শুধু। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে তালেবান হামলার বর্ষপূর্তি উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন মালালা ইউসুফজাই। গত বছরের ওই হামলায় ১৪০ জন নিহত হয়, যার অধিকাংশই ছিল শিশু। মালালা নিজেও ২০১২ সালে তালেবানদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। গতবছরের ওই স্কুল হামলার বর্ষপূর্তি উপলক্ষে আজ পাকিস্তানের কয়েকটি প্রদেশে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান বার্নানডিনোতে যে হামলার ঘটনা ঘটায় এক মুসলমান দম্পতি, তাদের একজন তাশফিন আহমেদ পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এই ঘটনার পর মি. ট্রাম্প এক কড়া বক্তব্য দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত দেশটিতে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা। তার এই বক্তব্য বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। নিজ দলের মধ্যেও তিনি সমালোচনার শিকার হন। এমনকি আজই অনুষ্ঠিত এক টেলিভিশন বিতর্কেও এ নিয়ে অন্যান্য রিপাবলিকান পদ প্রত্যাশীদের তোপের মুখে পড়েন মি. ট্রাম্প। ফ্লোরিডার গভর্নর জেব বুশ তাকে 'বিশৃঙ্খল প্রার্থী' এবং সম্ভাব্য 'বিশৃঙ্খল প্রেসিডেন্ট' বলে অভিহিত করেন। সূত্র: বিবিসি ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে