বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ১১:২৮:৫৭

ভারতে ভোট গণনা শুরু, এগিয়ে আছে বিজেপি

ভারতে ভোট গণনা শুরু, এগিয়ে আছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। এদিন, সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় ভোট গণনা।

বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত পাওয়া সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট পেয়েছে ১২৩টি, কংগ্রেস ও জোট পেয়েছে ৪৯টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।
এর আগে ৯০ কোটি ভোটারের দেশ ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি ধাপে ভোট গ্রহণ হয়েছে। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন। দেশটির নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে