বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ০৫:৪৬:১৬

কংগ্রেসে একজন অমিত শাহ দরকার : মেহবুবা

কংগ্রেসে একজন অমিত শাহ দরকার : মেহবুবা

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ এ ছিল মোদি ঝড়। ২০১৯ এ সেই ঝড়ের গতিবেগ যে অনেক বেড়েছে তা বলাই বাহুল্য। ফল ঘোষণা হয়নি।তবে ট্রেন্ডেই পরিস্কার ‘অব কি বার ৩০০ পার’ হয়েছে বিজেপির। আর গেরুয়া শিবিরের এই অভাবনীয় ফলাফলের জন্য উঠে আসছে মোদির সেনাপতি অমিত শাহের নাম। 

বিরোধী শিবিরও অমিতের ক্ষুরধার বুদ্ধির তারিফ না করে পারছে না। প্রবল বিজেপি বিরোধী জম্মু ও কাশ্মীরেরমুখ্যমন্ত্রী হতে মেহবুবা মুফতির মুখেও অমিত স্তুতি।

বিপুল জনাদেশ নিয়ে দেশের চৌকিদার আবার ক্ষমতায় ফিরছে। ট্রেন্ডেই ছবি পরিস্কার। প্রায় ৩৫০ আসন নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে স্বমহিমায় ফিরছেন নরেন্দ্র মোদি। এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এদিন টুইট করে শুভেচ্ছা জানান মেহবুবা মুফতি। তিনি লিখেন, আজকের দিনটা নিঃসন্দেহে বিজেপি ও তাদের সহযোগী দলের জন্য। প্রশংসার এই অংশটুকু বিজেপি ও নরেন্দ্র মোদির জন্য। পরের লাইনে কংগ্রেসকে খোঁচা মেরে মেহবুবা লেখেন, ‘কংগ্রেসের এখন অমিত শাহ দরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে