শুক্রবার, ২৪ মে, ২০১৯, ১২:২২:৫৬

সারা ভারতের বিপরীত চিত্র কেরালায়! শূন্য হাতে বিজেপি!

সারা ভারতের বিপরীত চিত্র কেরালায়! শূন্য হাতে বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক : ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফলে সারা ভারতের বিপরীত চিত্র দেখা গেলো দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায়। সেখান থেকে একটি আসনও না পেয়েই ফিরতে হচ্ছে বিজেপিকে। অন্যদিকে ইউডিএফ-এর হানায় বিপর্যস্ত ক্ষমতাসীন এলডিএফ।

২০টি আসনের মধ্যে ১৯ টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। বামেরা একমাত্র এগিয়ে আলাপ্পুঝা আসনে। বাম প্রার্থী এএম আরিফ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রসেরে সানিমুল উসমানের থেকে।

ওয়ানাড আসন থেকে প্রায় ৩.৫ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। শুধু ওয়ানাডই নয়, থিরুভানন্তপুরম, কন্নুর, পালাক্কাড, পাথানামথিট্টা এবং ত্রিসুর আসনে এলডিএফ এবং এনডিএ-র শক্ত প্রতিদ্বন্দ্বিতা উপেক্ষা করেই আসনগুলিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

বুথ ফের সমীক্ষায় ইউডিএফকেই এগিয়ে রাখা হয়েছিল। গড় হিসেবে দেখা গিয়েছিল ইউডিএফ পেতে পারে ১৪ থেকে ১৬ টি আসন। এলডিএফ পেতে পারে চার থেকে পাঁচটি আসন। আর বিজেপি পেতে পারে ১ থেকে ২ টি আসন।

২০১৪-র ফল ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছিল ১২ টি আসন আর সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ পেয়েছিল ৮ টি আসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে