আন্তর্জাতিক ডেস্ক : খেলার বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। রোববার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা পঞ্চায়েতের হলদা গ্রামে।
পুলিশ সূ্ত্রে খবর, মৃত আকিলা খাতুন (১১) বিশেষ ক্ষমতাসম্পন্ন। শিশুমৃত্যুতে শোকের ছায়া এলাকায়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে বল ভেবে কুড়িয়ে আনা বোমা বিস্ফোরণে হাত উড়ে গিয়েছিল হাড়োয়ার গোপালপুর গ্রামের বাসিন্দা ছোট্ট পৌলমী হালদারের।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ সূত্রে খবর, হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের হলদা গ্রামের ভাঙাপাড়ার বাসিন্দা রহমত আলি মোল্লা ও রোজিনা বিবি। তাদের সন্তান আকিলা খাতুন রবিবার সাড়ে তিনটে নাগাদ বাড়ির কাছে একটি মাঠে খেলছিল।
সেই সময় খেলতে খেলতে হঠাৎ মাঠের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে ওই শিশু। সেখানেই বলের মতো দেখতে একটি বস্তু নজরে পড়ে তার। বল ভেবে সেটিতে হাত দিতেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমার তীব্রতায় ছিটকে পড়ে আকিলা।
বিকট শব্দ শুনে স্থানীয় ছুটে গিয়ে দেখেন মাটিতে পড়ে ছটফট করছে ওই শিশুটি। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। এরপরই খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে আকিলার মা। পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত রাখার বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কারা ওই বাড়িতে বোমা মজুত করেছিল, উদ্দেশ্যই বা কী ছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে হাড়োয়ার কয়েকটি এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করেছিল পুলিশ।