আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে। গতকাল একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপিকে জেতাতে ইভিএম-এ কারচুপি করা হয়েছে।
গতকাল কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে দলের নেতাদের ও লোকসভার দলীয় প্রার্থীদের সাথে সাংগঠনিক বৈঠক করেন মমতা। এরপর সাংবাদিক বৈঠক করেন।
তিনি বলেন, "আমাদের কিছুক্ষেত্রে সন্দেহ হচ্ছে। কারণ যে লোকসভা কেন্দ্রগুলিতে আমরা হেরেছি সেখানে বিজেপির সঙ্গে আমাদের ভোটের ব্যবধান ১ লাখেরও কম ছিল। আমি জানিইভিএম-গুলিতে কারচুপি করা হচ্ছিল। কারণ শেষ তিনমাস ধরে আমাদর কাছে এবিষয়ে খবর আসছিল।"
এরপরই মমতা বলেন, "বিজেপির এই কাজে বিদেশ শক্তির হাত রয়েছে। আর আমি কিছু বলতে চাই না। পুরোপুরি একা হয়ে যাব বুঝতে পারছি। কিন্তু পরিস্থিতি যতই কঠিন হোক, আমি সত্যি কথাই বলব।"
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টা সিটের মধ্যে বিজেপি ১৮ টা দখল করেছে। যেখানে তৃণমূল পেয়েছে ২২টি সিট। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৩৪ টি আসন দখল করেছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ছিল মাত্র দুটি।