বুধবার, ২৯ মে, ২০১৯, ১২:৩৮:০৯

স্বর নিচু করলে চলবে না, আমেরিকাকে আচরণ বদলাতে হবে: ইরান

স্বর নিচু করলে চলবে না, আমেরিকাকে আচরণ বদলাতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরর‍াষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সম্পর্কিত বাগাড়ম্বরে পরিবর্তনের বিষয়ে তেহরান সামান্য মনযোগ দিয়েছে এবং আমেরিকা যতক্ষণ তার আচরণ পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলাচনা হবে না।

চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দেয়। তার আগে তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা জোরদার করে যার আওতায় ইরানি তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দেয় আমেরিকা।

এর বিপরীতে ট্রাম্প গত কয়েক সপ্তাহে বিভিন্ন সময়ে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার জাপান সফরের সময় তিনি অনেক বেশি আপোষমূলক স্বরে বলেছেন, আমেরিকা ইরানে সরকার পরিবর্তন করতে চায় না। একইসঙ্গে তিনি আবারো ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন।

ট্রাম্পের বক্তব্য সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, তেহরান বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যে খুবই কমই মনযোগ দেয় বরং আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে- কণ্ঠস্বর নিচু হওয়ার বিষয়টি আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পর্যায়ে নিতে হবে। তিনি বলেন, “আমরা আমদের সিদ্ধান্ত নেব নিজস্ব পর্যবেক্ষণ এবং আমাদের দেশ ও এ অঞ্চলের ওপর মার্কিন পদক্ষেপের কী প্রভাব পড়বে তা বিশ্লেষণের ভিত্তিতে।”-পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে