শুক্রবার, ৩১ মে, ২০১৯, ০৫:৫৮:২১

কলকাতার মসজিদে সারা বছর মহিলাদের নামাজের ব্যবস্থা

কলকাতার মসজিদে সারা বছর মহিলাদের নামাজের ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতার নাখোদা এবং টিপু সুলতান মসজিদ। আর শুধু ঈদের দিনের জন্য নয়, মহিলাদের জন্য বছরভর নমাজ পড়ার ব্যবস্থা শহরের দুই খ্যাতনামা মসজিদে। 

মহিলাদের নমাজ পড়ার সুযোগ করে দিতে স¤প্রতি দুই মসজিদ কমিটিকে চিঠি পাঠিয়েছিলো অলবেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। এবার দুই মসজিদেই পর্দা দিয়ে ঢাকা পৃথক কক্ষের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থাও করা হবে।

প্রসঙ্গত, ইমাম অ্যাসোসিয়েশনের তরফের এই চিঠি কলকাতা পৌরসভার কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে মূলত তিনটি বিষয়ে বলা হয়েছে পর্দা দেয়া হবে মহিলাদের জন্য। মহিলাদের জন্য শৌচালয় এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা শৌচালয়। প্রতি বিষয়েই সম্মতি দিয়েছে ধর্মতলার টিপু সুলতান ও নাখোদা মসজিদ। ১৮৪২ সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গুলাম মহম্মদ এই টিপু সুলতান মসজিদ প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠা হয় নাখোদা মসজিদ। কিন্তু এত বছর পর এবারই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এই দুই মসজিদ।-আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে