রবিবার, ০২ জুন, ২০১৯, ০২:২৯:২৩

ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা রোববার জানায়, ইসরায়েল সিরিয়ার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রকেট হামলা চালালে ওই সৈন্যরা নিহত হয়। এতে আরো ৭ জন আহত হয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনীও ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে তেল আবিব জানায়। হার্তেজ, রয়টার্স, টাইমস অব ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সিরিয়ার রকেট হামলার পর শনিবার রাতে দেশটির বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। দুটি আর্টিলারি ব্যাটারি, সীমান্ত এলাকায় কয়েকটি পর্যবেক্ষণ চৌকি ও একটি প্রতিরক্ষা ব্যাটারিতে বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে।

ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ইসরায়েল সীমান্তবর্তী প্রদেশ কুনেত্রায় হিজবুল্লাহ ও ইরানি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে সিরিয়ার রকেট হামলায় ইসরায়েলের কেউ হতাহত হয়নি বলে তাদের সামরিক বাহিনী জানায়।

এদিকে শিয়া সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা জানায়, ‘লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মনে রাখা উচিৎ যে, আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের যেকোনো স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে