বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:২৯:৫২

ওবামার পর এবার ফরাসি প্রেসিডেন্ট

ওবামার পর এবার ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ৬৭ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হোলান্ডে। ঘোষণা করলেন বিদেশমন্ত্রীর মুখপাত্র বিকাশ স্বরূপ। ২৬ জানুয়ারির কুচকাওয়জে এবার আসছেন ফরাসি প্রেসিডেন্ট। ৬৭তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ ফ্রাঙ্কোইস হোলান্ডে গ্রহণ করেছেন বলে বুধবার ঘোষণা করলেন বিদেশমন্ত্রীর মুখপাত্র বিকাশ স্বরূপ। নরেন্দ্র মোদি সরকার গঠনের পর প্রথমবার সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার ফরাসি প্রেসিডেন্ট। বিকাশ স্বরূপ এ ঘোষাণা করে বলেন, এ সফর ভারত ও ফ্রান্সের সম্পর্ক আরো দৃঢ় করবে। ভারত-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনই ভালো। অতীতেও চারবার ২৬ জানুয়ারির অনুষ্ঠানে ফরাসি প্রতিনিধিরা হাজির থেকেছেন দিল্লিতে। শেষবার ২০০৮ সালে। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে