সোমবার, ০৩ জুন, ২০১৯, ০২:৩৫:২১

গাড়ি থামিয়ে চাঁদাবাজির প্রতিবাদে ভারতে পুলিশ সদস্যদের বেধড়ক পিটালেন ব্যবসায়ীরা

গাড়ি থামিয়ে চাঁদাবাজির প্রতিবাদে ভারতে পুলিশ সদস্যদের বেধড়ক পিটালেন ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক : পণ্যবাহী গাড়ি থামিয়ে পুলিশের বিরুদ্ধে  চাঁদাবাজির অভিযোগ ছিলো আগে থেকেই । ঘটনার দিন চাঁদার  টাকা না পেয়ে গাড়ি চালককে রীতিমতো ধাওয়া করে গাড়ি আটকে বেধড়ক মারধর করে কয়েককজন পুলিশ সদস্য ।  তবে এদফায় ভাগ্য সুপ্রসন্ন ছিলোনা ঐ পুলিশ সদস্যদের।  আগে থেকেই ক্ষোভ জমে ছিলো অনেকের। এবার চালককে মারপিটের ঘটনায়  ক্ষিপ্ত হয়ে পড়েন স্থানীয়রা ।

এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত পুলিশদের পালটা বেধরক মারধর করেন স্থানীয় ব্যবসায়ীরা। একই সাথে উদ্ধার হয় চাঁদাবাজির টাকাও।

ঘটনাস্থল দুর্গাপুরের ডিভিসি মোড়। পুলিশের সাথে এমন ঘটনার সূত্রপাত সোমবার সকালে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ডিভিসি মোড়ে পণ্যবাহী গাড়ি থামিয়ে টাকা আদায় করেন পুলিশকর্মীরা। গাড়ির চালকদের ১০ থেকে ১৫ টাকা করে দিতে হয়।

সোমবার সকালে যথারীতি পণ্যবাহী গাড়ি থামিয়ে টাকা আদায় করছিলেন নিউ টাউনশিপ থানার একজন পুলিশকর্মী, দু’জন সিভিক ভলান্টিয়ার, এমনকী পুলিশের গাড়ির চালকও। সকালে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে মাছ নিয়ে দুর্গাপুরের বেনাচিতি বাজারের দিকে যাচ্ছিল এক ট্রাক।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বেশি টাকা চাওয়ায় ডিভিসি মোড়ে না দাঁড়িয়ে বেনাচিতি বাজারের দিকে চলে যান ওই ট্রাকের চালক। এরপর রীতিমতো ধাওয়া করে বেনাচিতি বাজারের কাছে ওই ট্রাকের চালককে ধরে ফেলেন পুলিশকর্মীরা। গাড়ি থেকে নামিয়ে শুরু হয় বেধড়ক মারধর। রুখে দাঁড়ান অন্যান্য পণ্যবাহী গাড়ির চালক ও ব্যবসায়ীর একাংশ। গাড়ি থেকে নামিয়ে নিউ টাউনশিপ থানার এক পুলিশ, দু’জন সিভিক ভলান্টিয়ার ও গাড়ির চালককে পালটা মারধর করেন তারা। মারতে মারতে পুলিশের প্যান্ট খুলে ফেলেন তারা। মারধরের সময় অভিযুক্তদের প্যান্ট খুলে যাওয়ায় পকেট থেকে চাঁদাবাজির টাকা রাস্তায় পড়ে যায়। আর তাতেই চাঁদাবাজ পুলিশের জন্য পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। ওই পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের রাস্তায় বসিয়ে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেনাচিতি বাজারের ব্যবসায়ীদের একাংশ।

খবর পেয়ে বেনাচিতি বাজারে পৌছায় দুর্গাপুর ইস্পাতনগরীর এ জোন ফাঁড়ির পুলিশ। কোনওমতে আক্রান্ত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করা হয়। আহত গাড়ি চালককে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে