সোমবার, ০৩ জুন, ২০১৯, ০৪:৫৯:৩৩

মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় বিমান

মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় বিমান

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে নিখোঁজ হলো ভারতীয় বিমানবাহিনীর বিমান। বিমানবাহিনীর এএন-৩২ বিমানটি সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের জোরহাট থেকে উড়েছিল। চীন সীমান্তের অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। দুপুর ১টার সময় শেষবার যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ৮ জন ক্রু সদস্য ও ৫ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী।

উল্লেখ্য, অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলার মেচুকা উপত্যকা। সেখানেই রয়েছে দ্য মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। ভারত-চীন সীমান্তে ম্যাকমোহন লাইনের কাছেই এই ল্যান্ডিং গ্রাউন্ড রয়েছে। ১৯৮৪ সাল থেকে এএন ৩২ বিমান ব্যবহার করে আসছে ভারতীয় বিমানবাহিনী। বহু বছর ধরে এই বিমানের উপর ভরসা রেখেছে বিমানবাহিনী।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে