বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৭:০১

গুগল সার্চে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের সেরা ১০!

গুগল সার্চে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের সেরা ১০!

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ গুগল সার্চের তথ্য থেকেই পরিষ্কার সানি লিওন ওয়েব দুনিয়ায় ভারতে রাজ করছেন। ওয়েব ভারতের সানির জনপ্রিয়তার কাছে পাল্লা দিতে ব্যর্থ বলিউডে প্রথম সারির নায়িকারাও। গুগলে সর্বাধিক সার্চ ব্যক্তির প্রথম দশের মধ্যে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব মোদী আছেন দশ নম্বরে। প্রথম দশে চমকে দেওয়া নাম দক্ষিণের নায়িকা কাজল আগরওয়াল। সাত নম্বরে আছেন হানি সিং। সানির মতই ক্রিকেটও দেশের নেট মাধ্যমে রাজ করছে। বছরের সবচেয়ে চর্চিত বিষয় বা ট্রেনডিং টপিক/সার্চে সবার আগে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। অবাক করে দ্বিতীয় স্থানে রয়েছে এসএস রাজামৌলির পরিচালিত ও প্রভাস অভিনীত সিনেমা 'বাহুবলী'। গুগলে বছরের সবচেয়ে চর্চিত সিনেমাও হল এই 'বাহুবলী'ই। ভারতে গুগলে সর্বাধিক সার্চ ব্যক্তি/Most Searched People ১) সানি লিওন, ২) সালমান খান, ৩) এপিজে আবদুল কালাম, ৪) ক্যাটরিনা কাইফ, ৫) দীপিকা পাড়ুকোন, ৬) শাহরুখ খান, ৭) ইয়ো ইয়ো হানি সিং, ৮) কাজল আগরওয়াল, ৯) আলিয়া ভাট, ১০) নরেন্দ্র মোদী ভারতে ট্রেনডিং সার্চ (Trending Searches) ১) আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫, ২) বাহুবলী, ৩) বাজরঙ্গী ভাইজান, ৪) প্রেম রতন ধন পায়ো, ৫) আইপিএল, ৬) এপিজে আবদুল কালাম, ৭) এসএসসি পরীক্ষা, ৮) বিগ বস নাইন দেশের চর্চিত সিনেমা (Trending Movies) ১) বাহুবলী, ১) বাজরঙ্গী ভাইজান,৩) প্রেম রতন ধন পায়ো, ৪) এবিসিডি টু, ৫) আই, ৬) পিকে, ৭) পুলি, ৮) রয়, ৯) হামারি আধুরি কাহানি, ১০) শ্রীমানথুডু দেশের সর্বাধিক সার্চ অভিনেতা (Most Searched Bollywood Actor (Male)) ১) সালমন খান, ২) শাহরুখ খান, ৩) অক্ষয় কুমার, ৪) শহিদ কাপুর, ৫) হৃত্বিক রোশন, ৬) রণবীর কাপুর, ৭) আমির খান, ৮) বরুন ধাওয়ান, ৯) অমিতাভ বচ্চন, ১০) অজয় দেবগন দেশের সর্বাধিক সার্চ অভিনেত্রী (Most Searched Bollywood Actor (Female) ১) সানি লিওন, ২) ক্যাটরিনা কাইফ, ৩) দীপিকা পাড়ুকোন, ৪) আলিয়া ভাট, ৫) রাধিকা আপ্তে, ৬) অনুষ্কা শর্মা, ৭) কারিনা কাপুর, ৯) প্রিয়াঙ্কা চোপড়া, ১০) পুনম পান্ডে। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে