শুক্রবার, ০৭ জুন, ২০১৯, ০৪:০৮:৩৩

ফিলিস্তিনি অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ১১ বছর কারাগারে আটকে রাখান পর ফিলিস্তিনের এক অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র।তার নাম আবদুল হালিম আল আশকার। ২০০৫ সালে এ অধ্যাপক ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে তাকে মার্কিন কারাগারে ১১ বছর বন্দি রাখা হয়।

আবদুল হালিম আল-আশকারকে ইসরাইলের হাতে তুলে দেয়ার নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, এ ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী।

ফিলিস্তিনের আন্তর্জাতিক সম্পর্ক পরিষদও আবদুল হালিম আল-আশকারকে হস্তান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পরিষদ বলেছে, তার ভাগ্যের যেকোনো খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে