সোমবার, ১০ জুন, ২০১৯, ০৮:৪১:৫৩

সাবেক পাক-প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার, দেশজুড়ে বিক্ষোভ

সাবেক পাক-প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার, দেশজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অর্থপাচারের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুয়া একাউন্ট খুলে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। এর আগে ইসলামাবাদে দেশটির উচ্চ আদালত তার ও তার বোনের আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেন। এরপর সোমবার তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনবিএ) ও পুলিশ বাহিনী, আর এতে দেশজুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে দ্য ডন।

জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রয়াত পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে