মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১০:১৭:৩৭

মুখ্যমন্ত্রী মমতাকে খুন করলে ১ কোটি রূপি পুরস্কার!

মুখ্যমন্ত্রী মমতাকে খুন করলে ১ কোটি রূপি পুরস্কার!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার। এমনই একটি চিঠি হাতে পেয়েছে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শ্রীরামপুর পুলিশ স্টেশনে চিঠিটি জমা দিয়েছেন তিনি।

রবিবার একটি হুমকি চিঠি হাতে পান অপরূপা পোদ্দার। রাজবীর কিল্লা নামে কারোর সই করা সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবিও রয়েছে চিঠিটিতে। যেখানে তাঁকে 'ডাইনি' বলা হয়েছে। 

চিঠিতে একটি মোবাইল নম্বরের উল্লেখ রয়েছে। এদিকে রাজবীর কিল্লা নামে এক ব্যক্তি তাঁকে ফাঁসানোর জন্য এই চিঠিতে তাঁর নাম মিথ্যে করে দেওয়া হয়েছে বলে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

এর আগেও একাধিক বার আপত্তিজনক মন্তব্যের মুখ্যে পড়েছেন মমতা। এই মাসের গোড়ার দিকেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ তাঁকে রাক্ষস রাজা হিরণ্যকশিপর বংশধর বলে উল্লেখ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে