মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ০১:০১:৪৭

ফণির পর ঘণ্টায় ১২০ কি. মি. বেগে ধেয়ে আসছে বায়ু, রেড অ্যালার্ট জারি

ফণির পর ঘণ্টায় ১২০ কি. মি. বেগে ধেয়ে আসছে বায়ু, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : ফণির পর ঘণ্টায় ১২০ কি. মি. বেগে ধেয়ে আসছে বায়ু, রেড অ্যালার্ট জারি। ফণির রেশ কাটতে না কাটতে এবার হানা বায়ু। ভারতের গুজরাট উপকূলে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন বায়ু। ভারতীয় আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যাচ্ছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে বায়ু। আশঙ্কা, ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সাইক্লোন। স্থানীয় দিউ এলাকাতেও এর প্রভাব পড়বে। জানা যাচ্ছে, বায়ু শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই আরব সাগর উপকূলবর্তী এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। লক্ষদ্বীপ, কেরল, কর্নাটক এবং দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলে ঝড়ে ব্যাপক প্রভাব পড়তে পারে। জানা যাচ্ছে বুধবার সকালেই গুজরাটের উপকূলে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। সন্ধ্যায় তা তীব্রতর হবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

ইতোমধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর, লক্ষদ্বীপ-সহ কেরল, কর্নাটক উপকূলে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর রেড এ্যালার্ড জারি করা হয়েছে। আগামী ১২ ও ১৩ জুন গুজরাট উপকূলেও মৎসজীবীদের জন্য একই বার্তা দেওয়া হয়েছে।
সূত্র : জি২৪ ঘন্টা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে