শুক্রবার, ১৪ জুন, ২০১৯, ০১:০৪:৪১

স্বামী টিকটকে বাধা দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

স্বামী টিকটকে বাধা দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক:  গতকাল স্বামী টিকটক ব্যবহারে বাধা দেওয়ায় আত্মহত্যা করেছেন ২৪ বছরের এক তরুণী। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম জানায়, টিকটকে ভিডিও বানানোয় আসক্ত হয়ে পড়েছিলেন দুই শিশুর মা অনিতা। এতে স্বামী তাকে বকাঝকা ও নিষেধ করলে একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেন তিনি।

জানা যায়, বিষপান করার ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বামী পাঝানিভেলের মোবাইলে পাঠান অনিতা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সাদা বোতল থেকে রঙিন তরল বিষপান করছেন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এদিকে কিছু সংবাদ চ্যানেল এই ভিডিও প্রচার করলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। সেই সঙ্গে টিকটক নিষিদ্ধের দাবি উঠে আবার। চীনা জনপ্রিয় অ্যাপটি ভারতে তুমুল জনপ্রিয়। দেশটির ১২০ মিলিয়ন মানুষ নিয়মিতভাবে টিকটক ব্যবহার করছে।

এতে বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা ধরনের মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। কিন্তু মজার এ অ্যাপ ঘিরে অভিযোগের শেষ নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে