আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বীজপুরের কর্মীসভা থেকে বিজেপির উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা ব্যানার্জি বললেন, পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে দেব না। মা-বোনেরা এগিয়ে আসুন। তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে করুন।
মমতা আরো বলেন, আমি ভয়-টয় পাই না। আন্দোলনে আমার জন্ম। হাজার বিক্ষোভের মাঝে হেঁটে যেতে পরি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে শান্তিতে থাকতে দিন, আমি শান্ত থাকলে খুব ভালেঅ। লিখি, গান গাই। আমায় আঘাত করলে আমি অপ্রতিরোধ্য। আটকানোর ক্ষমতা তোমাদের কারো নেই। তিনি আরো বলেন, রোজ জন্মাই। রোজ জাগি। রোজ ঘুমাই। মৃত্যু আমার সামনে সামনে ছুটে বেড়ায়। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।
মমতা আরো বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুর্বল নন, আমরাও পাল্টা আঘাত করতে পারি। পাল্টা আঘাত আমি করতে চাই না। সেটা মানুষ ঠিক করবে। শান্ত থেকে শান্তি ফিরিয়ে আনতে হবে। নির্বাচনের পর উত্তরপ্রদেশে ৫০ জন খুন হয়েছে। কই চোখ দিয়ে পানি পড়ে না বিজেপি নেতাদের। সংবাদমাধ্যম বলেও না। এনকাউন্টারের নামে সাড়ে আটশজনকে খুন করেছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গ নিয়ে এত মিথ্যা কথা। আমাদের ৯ জন কর্মীকে খুন করেছে বিজেপি। ওদের দু'জন খুন হয়েছে। ওরাই গুলি করতে করতে এসেছে। তদন্ত করছি। মমতা আরো বলেন, আমি হাতে চুড়ি পরে থাকি নাকি! যে রাঁধে সে চুলও বাঁধে। রান্না করলে হাতে হাতাখুন্তিও থাকে।